×

জাতীয়

ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ধাক্কা দেয়: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৪:৫৭ পিএম

ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ধাক্কা দেয়: রেলমন্ত্রী

সোমবার গোপালগঞ্জ রেল স্টেশ‌নে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম‌্যমাণ রেল জাদুঘর প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সম্প্রতি চট্টগ্রামের মীরসরাইয়ে রেল ক্রসিং এ ট্রেন দুর্ঘটনায় ১১ তরুণের মৃত্যুর বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না। অন‌্যরা (বিভিন্ন যানবাহন) এসে ট্রেনকে ধাক্কা দেয়। ট্রেনকে ধাক্কা দি‌য়ে কেউ য‌দি দুর্ঘটনা ঘটায়, এ দায় কি রে‌লের? এ দায় রেলওয়ে নেবে না।

কারণ, ট্রেন তো নি‌জের প‌থে চ‌লে। অন্যের প‌থে কখ‌নো ট্রেন চ‌লে না। অন‌্যরা বরং রে‌ললাইনের ওপর দি‌য়ে রাস্তা তৈরি ক‌রে চলাচল ক‌রে। তাহ‌লে তা‌দের দা‌য়িত্ব, জনগণকে নিরাপত্তা দেওয়া, যোগ করেন মন্ত্রী।

সোমবার (১ আগস্ট) সকাল ১১টায় গোপালগঞ্জ রেল স্টেশ‌নে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম‌্যমাণ রেল জাদুঘর দেশব‌্যাপী প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন মন্ত্রী।

প‌রে তি‌নি ফিতা কে‌টে জাদুঘ‌রটি উন্মুক্ত করেন এবং ঘ‌ুরে দে‌খেন। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ জাদুঘর‌টি গোপালগঞ্জ রেল স্টেশ‌নে সাধারণ জনগণ ও শিক্ষার্থী‌দের জন‌্য উন্মুক্ত থাক‌বে।

মন্ত্রী ব‌লেন, রে‌লে ব‌্যা‌রি‌কেড বা গেট দেওয়া হয় অন্যের নিরাপত্তা দেওয়ার জন‌্য না, রেল‌কে কেউ যা‌তে অনিরাপদ কর‌তে না পা‌রে, রে‌লের নিরাপত্তার জন‌্যই এসব গেট দেওয়া হয়। রে‌ললাইনের ওপর দি‌য়ে পথ বা‌নি‌য়ে যারা চলাচল ক‌রেন, তাদের উচিত নিরাপত্তার ব‌্যবস্থা করা। কারণ ট্রেন যখন চ‌লে, তখন ১৪৪ ধারা জা‌রি থাকে। ১৪৪ ধারা অমান‌্য ক‌রে কেউ য‌দি লাইনে উঠে যায়, তাহ‌লে অপরাধ তার, ট্রেনের নয়। ট্রেন তো বড় গাড়ি। তাই অনেকেই না বুঝে রে‌লের দোষ দেয়।

ট্রেন য‌দি নি‌জের লাইন রে‌খে অন্যের বা‌ড়ি‌তে ঢু‌কে প‌ড়ে, তাহ‌লে এটা ট্রেনের দুর্ঘটনা হ‌বে। তার দা‌য়িত্ব রেল নে‌বে। তাই রে‌লে দুর্ঘটনা রো‌ধে সবাইকে নি‌য়ে কাজ কর‌তে হ‌বে। অযথা রেল‌কে দোষা‌রোপ কর‌লে সমাধান হ‌বে না, বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, আগামী ডি‌সেম্ব‌রে মোংলার সঙ্গে রেল যোগা‌যোগ স্থাপন করা হ‌বে। পদ্মা সেতু হ‌য়ে য‌শোর পর্যন্ত ১৭২ কি‌লো‌মিটার তৈরি করা হ‌চ্ছে।২০২৩ সা‌লের জু‌নের ম‌ধ্যে পদ্মা সেতু হ‌য়ে ভাঙ্গা পর্যন্ত রেল চালু করা হ‌বে। চ‌ট্টগ্রাম থে‌কে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপ‌থের কাজ চল‌ছে। কাজ শেষ হ‌লে পর্যটকরা ট্রেনে ক‌রে কক্সবাজার যে‌তে পার‌বেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App