×

জাতীয়

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে অনেক সমালোচনা রয়েছে: সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৭:২৪ পিএম

বর্তমান সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে অতিমাত্রায় সমালোচনা রয়েছে। তাই আমরা সব ধরনের সমালোচনার উর্দ্ধে উঠে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে বিতর্কের উর্দ্ধে থাকতে চাই। এসময় সরকারের নির্লিপ্ততার বিষয়ে দলগুলোর অভিযোগের কথাও তুলে ধরেন সিইসি।

রবিবার (৩১ জুলাই) নির্বাচন ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ সিইসি এমন মন্তব্য করেন।

ইভিএমে ভোটের বিষয়ে আওয়ামী লীগের দাবির বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে আমরা রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে সংলাপ করেছি। সেখানে পেশী শক্তি অর্থশক্তির কথা উঠেছে। সিল মেরে ব্যালট বাক্সসভরার অভিযোগ করেচেন তারা।

সিইসি বলেন, ইভিএম নিয়ে প্রায় প্রতিটি দল নেতিবাচক মনোভাব পোষন করেচেন। তারা বলেচেন ই়ভিএম এ তাদের বিশ্বাস নেই। এসময় তিনি সরকারের কাছে সব ধরনের সহায়তা করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App