×

জাতীয়

সব দলকেই ভোটে আনার প্রস্তাব দেবে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৮:৪৪ এএম

সব দলকেই ভোটে আনার প্রস্তাব দেবে আওয়ামী লীগ

ফাইল ফটো

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে নির্বাচনী মাঠে নামাতে উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব রাখবে দলটি। সেই সঙ্গে সারা দেশের ৩০০ আসনেই ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার দাবি জানাবে তারা। এছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখারও আহ্বান জানানো হবে।

রবিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ প্রতিনিধিদল। প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশে কিংবা দেশের বাইরে কোনো ধরনের প্রশ্ন উঠুক, এমনটি চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় একাধিক বৈঠকে নেতাকর্মীদের ভোটে জিতে আসার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন তিনি। এজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে বারবার তাগিদ দিচ্ছেন দলীয়প্রধান। বিশেষ করে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ঘরে-বাইরে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাই আগামী নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন উত্থাপন না হয় সেজন্য সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ভোট উৎসবের আয়োজন করতে ইসির প্রতি আহ্বান জানাবে আওয়ামী লীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ভোরের কাগজকে বলেন, বিগত কয়েক বছরে ভোটের প্রতি জনগণের উদাসীনতা চোখে পড়ার মতো। এ বিষয়টিতে নজর দিয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, ভোটের প্রতি যেন জনগণের আস্থা ফিরে আসে, সব পক্ষের অংশগ্রহণে ভোটের মাঠ যেন উৎসবের মাঠে পরিণত হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানানো হবে।

অন্যদিকে ৩০০ আসনেই ইভিএম চাইবে আওয়ামী লীগ। দলটির মতে, ইভিএম সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়া। এতে কারচুপির কোনো সুযোগ নেই। গণনায় সময় কম লাগে। এজন্য ইভিএমেই আস্থা আওয়ামী লীগের।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের শেষ দিন আজ রবিবার। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। এরপর বিকাল ৩টায় ইসির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ। এর আগে সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App