×

জাতীয়

আনুপাতিকহারে নির্বাচন চায় জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১১:৪৩ এএম

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়, সে কারণ দেখিয়ে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির দাবি তুলেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আজ রবিবার (৩১ জুলাই) সকালে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে রাজনৈতিক সংলাপে এ দাবি জানিয়েছে দলটি।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়। তাদের প্রস্তাব হলো- নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না, প্রতীকে ভোট হবে। পরে সেই ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্ধারিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এসময় অন্য চার কমিশনার, ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি তার বক্তব্যে বলেন, বর্তমান যে পদ্ধতি তাতে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সকলের মতমত নির্বাচন করতে পারব না। আপনারা দলগুলো এমন একটা সুন্দর পদ্ধতি দাঁড় করান, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আপনারা চাচ্ছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। এটা আপনারাই করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App