×

খেলা

বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৬:৪৫ পিএম

বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে

অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান সিকান্দার রাজা

বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে

মাত্র ৩৭ বলেই ব্যক্তিগত অর্ধশতক হাঁকান মাধেভেরে

বাংলাদেশকে ২০৬ রানের কঠিন লক্ষ্য দিল জিম্বাবুয়ে

রানের জন্য প্রাপ্ত বদল করছেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সফরকারিদের ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা।

হারারের স্পোর্টস ক্লাবের মাঠে শনিবার (৩০ জুলাই) বিকেলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। উদ্বোধনী জুঁটিতে রেজি চাকাভা ও অধিনায়ক ক্রেইগ আরভিন স্কোরবোর্ডকে বড় করতে পারেননি। তৃতীয় ওভারে মোস্তফিজুর রহমানের চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দেন। ৩০ গজ বৃত্তের ভিতের অবস্থান করা নাজমুল হোসেন শান্তকে হাতে তালুবন্দি হন চাকাভা।

[caption id="attachment_360427" align="aligncenter" width="1280"] মাত্র ৩৭ বলেই ব্যক্তিগত অর্ধশতক হাঁকান মাধেভেরে[/caption]

এরপর দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ২৮ রানের পার্টনারশিপ গড়েন আরভিন। পাওয়ারপ্লেতে হাত খুলে খেলা শুরু করেন দুই ব্যাটার। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলে মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্নিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেন ক্রেইগ আরভিন।

তৃতীয় উইকেটে শন উইলিয়ামসকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের পার্টনারশিপ গড়েন মাধেভেরে। একের পর এক নান্দনিক শটে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাড়া করতে থাকে।

তাসকিন, শরিফুল নাসুমরা উইকেট শিকারে ব্যর্থ হওয়ায় মোস্তাফিজের উপর ভরসা রাখে সোহান। ১২তম ওভারের দ্বিতীয় বলেই মারমুখো ব্যাটার শন উইলিয়ামসকে বোল্ড করেন মোস্তফিজুর রহমান। এরপর টাইগাররা বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি। উল্টোর তাদের উপর চড়াও হয়ে একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন মাধেভেরে ও সিকান্দার রাজা। মাত্র ৩৭ বলেই ব্যক্তিগত অর্ধশতক হাঁকান মাধেভেরে। ছয়টি চারের সাহায্যে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলেছেন তিনি। শেষ চার ওভারে মোস্তাফিজকেও ছাড় দেননি রাজা-মাধেভেরে। চতুর্থ উইকেটের জুঁটিতে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০৭ রান।

[caption id="attachment_360425" align="aligncenter" width="1280"] অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান সিকান্দার রাজা[/caption]

১৯তম ওভারে শরিফুলে প্রথম তিন বলে এক চার ও দুই ছয় হাঁকিয়ে অর্ধশতকের পথে এগিয়ে যান সিকান্দার রাজা। ২০তম ওভরে মোস্তাফিজুর রহমানের তৃতীয় বলে দুই রান নিয়ে ২৩ বলে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি পূরন করেন সিকান্দার রাজা। এই রান নেয়ার সময় হাতে ব্যাথা পেয়ে মাঠ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন মাধেভেরে। অপরপ্রান্তে থাকা রায়ান বার্ল কোনো বল মোকাবিলা করার সুযোগ পাননি।

বাংলাদেশের হয়ে জোড়া উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও একটি উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App