×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার জরুরি সহায়তা বিশ্বব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১০:৪৪ এএম

খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো জরুরি পণ্য কিনতে শ্রীলঙ্কাকে ১৬ কোটি টাকা সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে নতুন ঋণের প্রস্তাবও দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থা।

গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিশ্বব্যাংক থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি অবহিত করা হয়ে। বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কাকে জরুরি পণ্য কিনতে আর্থিক সহায়তা বাবদ ১৬ কোটি ডলার শিগগিরই পাঠানো হবে। সেই সঙ্গে দেশটিকে নতুন ঋণ দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বিশ্বব্যাংকের। খবর রয়টার্স, এনডিটিভির।

১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে প্রায় কিছুই না থাকায় বিদেশ থেকে জরুরি পণ্য আমাদানি করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App