আগামী আগস্ট মাস থেকে দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই শিশুদের দেয়া হবে ফাইজারের টিকা।
আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে বিশেষভাবে তৈরি ফাইজার টিকা এসে পৌঁছেছে। প্রথম ধাপে ১৫ লাখ দুই হাজার চারশ’ ডোজ টিকা এসে পৌছেছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বিভাগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।