রাজধানীর পল্লবীতে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ জুলাই) ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হত্যার পর অটোরিকশা নিয়ে উধাও হয়ে যায় দুর্বৃত্তরা।
খুন হওয়া ওই অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)। পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট-ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন তিনি। তার বিষয়ে আরও জানার চেষ্টা করছে।
মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে গলাকেটে হত্যা করে থাকতে পারে দুর্বৃত্তরা। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য লতিফকে খুন করা হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।