×

মুক্তচিন্তা

প্রাকৃতিক আবাসে ভালো থাকুক বাঘ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০২:০০ এএম

প্রাকৃতিক আবাসে ভালো থাকুক বাঘ
আগামীকাল বিশ্ব বাঘ দিবস। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হলো বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। বাঘ বাঁচাতে বাংলাদেশসহ বিশ্বের বাঘসমৃদ্ধ দেশগুলোর সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালের বাঘশুমারির প্রতিবেদন অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৭-১৮ বাঘশুমারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪টিতে। বন বিভাগের তথ্য মতে, ২০০১-২০ সালের মধ্যে ৪৮টি বাঘ মারা গেছে। এর মধ্যে ২২টি সুন্দরবনের পূর্ব বিভাগে এবং ১৬টি পশ্চিম বিভাগে মারা যায়। বনাঞ্চল ধ্বংস, কালোবাজারি ও চোরাকারবারিদের দৌরাত্ম্যে বাঘ হত্যাসহ বিভিন্ন কারণে হ্রাস পাচ্ছে বাঘের সংখ্যা। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের শীর্ষে রয়েছে বাঘ। এদের সংখ্যা কমে গেলে বনের ভারসাম্য নষ্ট হবে। সুন্দরবনে বাঘের প্রজনন এবং বংশ বৃদ্ধিসহ অবাধে চলাচলের জন্য পুরো সুন্দরবনের অর্ধেকেরও বেশি এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা, টহলের ফাঁড়ি বৃদ্ধিসহ চোরা শিকারিদের তৎপরতা বন্ধে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট পেট্রোলিং চালু করেছে বন বিভাগ। বাঘ হত্যা বন্ধে অধিকতর শাস্তির বিধান রেখেছে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন। বাঘ রক্ষায় আরো নজর দিতে হবে। উপযোগী ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বাঘের অস্তিত্ব সুন্দরবন থেকে বিলীন হতে পারে। প্রকাশ ঘোষ বিধান সাংবাদিক ও লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App