×

জাতীয়

নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি গণফোরামের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১২:৪৭ পিএম

নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি গণফোরামের

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ইসির সঙ্গে সংলাপে গণফোরাম। ছবি: ভোরের কাগজ

জাতীয় নির্বাচনের আগে সুষ্টু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি জানিয়েছে গণফোরাম। একই সাথে নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন ও ইভিএমে ভোট না নেয়া সহ একগুচ্ছ দাবি জানান হয়েছে দলটির পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার সকালে (২৮ জুলাই) গণফোরামের নির্বাহী সদস্য এমপি মোকাব্বির খানের নেতৃত্বে ১১ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব দাবি জানায়। এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল, অন্য চার কমিশনার, ইসি সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণফোরাম বলেছে, বাঘকে খাঁচায় বন্দী রেখে বাহাদঁরি দেখানো অর্থহীন, ইসিকে সাংবিধানিক ভাবে অগাধ ক্ষমতা দেয়া হলেও তার ক্ষমতা প্রয়োগ করতে না দেয়াটা অর্থহীন। তারা ইসিকে তাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান। সিইসি বলেন, তারা সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর। সেজন্য দলগুলোর যেমন ভূমিকা রয়েছে তেমনি সরকারেরও ইসিকে সব ধরনের সহায়তা করার দায়িত্ব রয়েছে। আশা করি সরকার কমিশনকে সংবিধান অনুযায়ী সব ধরনের সহায়তা দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App