×

জাতীয়

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:২০ পিএম

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। ফলে আবার ৮০ হাজার টাকা ছাড়াল সোনার ভরি। মাত্র দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের মূল্যবান এই ধাতুটির দাম এক লাফে ভরিতে ৩ হাজার ৯০৭ টাকা বেড়ে ৮১ হাজার ২৯৮ টাকা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় টানা তিন দফা দাম কমানোর পর মঙ্গলবার প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছিল। দুই দিনের ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। এবার ভরিতে এক লাফে ৩ হাজার ৯০৭ টাকা বাড়ানো হয়েছে। তবে এবার আন্তর্জাতিক বাজারের কারণে নয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর বা ১০০ শতাংশ খাটি স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বাড়ানো হয়েছে। কাল শুক্রবার থেকে নতুন দর কার্য‌কর হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার চার দিন আগে ৪ মার্চ বাড়ানো হয়েছিল ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা। এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করায় ১৫ মার্চ দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ২১ মার্চ কমানো হয় ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ায় ১১ এপ্রিল সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এরপর আন্তর্জাতিক বাজারে দাম কমায় ২৫ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। ১০ মে একই পরিমাণ কমানো হয়েছিল। দুই দফায় ভরিতে ২ হাজার ৩৩২ টাকা কমানোর পর ১৭ মে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়।

মাত্র চার দিনের ব্যবধানে ২১ মে সেই স্বর্ণের দাম এক ধাক্কায় ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে দেয় বাজুস। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে স্বর্ণের দাম উঠে যায় ৮২ হাজার ৪৬৬ টাকায়। ২৬ মে সেই স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ৭৯ হাজার ৫৪৮ টাকায় নামিয়ে আনা হয়। প্রায় দেড় মাস পর ৬ জুলাই আরও ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App