×

অর্থনীতি

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১ হাজার ৩১৪ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৯:৩৭ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩১৪ টাকা বেড়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৩১৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা। আগে দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা। যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App