×

স্বাস্থ্য

নভেম্বরের পর বন্ধ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৪১ পিএম

চলতি বছরের নভেম্বরের পর বন্ধ হবে করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা। এরপর চাইলেও টিকার এই দুই ডোজের টিকা নিতে পারবে না আর কেউ।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য অবহিত করেন।

দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে জানিয়ে তিনি বলেন, এখনও যারা এই দুই ডোজ গ্রহণ করেননি, দ্রুত তাদের নিয়ে নিয়ে ফেলা উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১ নভেম্বর, কোনো টিকা ২৩ নভেম্বর, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব এবং মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার বাইরে রয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ। তাদের জন্য টিকা মজুত রয়েছে। তবে এর মেয়াদ নভেম্বর মাসে শেষ হয়ে যাবে। তাই যারা এখনও টিকা নেয়নি তাদের শিগগিরই টিকা নেয়ার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App