×

জাতীয়

নির্বাচনে সেনা মোতায়েন হলে আপত্তি নেই ওয়াকার্স পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০১:৩২ পিএম

নির্বাচনে সেনা মোতায়েন হলে আপত্তি নেই ওয়াকার্স পার্টির

সোমবার ইসির সঙ্গে সংলাপ ওয়ার্কার্স পার্টির সংলাপ হয়। ছবি: ভোরের কাগজ

# আস্থা ফেরাতে হবে ইসিকে # স্বাধীনতা বিরোধী ও ধর্মভিত্তিক দলের কাউকে প্রার্থী করা যাবে না

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যদি সেনা মোতায়েন করতে হয় তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে সেনাবাহিনীকে ম্যাজিট্রেসি ক্ষমতা দেয়া হবে কিনা সেই বিষয়ে সিইসির কাছে জানতে চান তিনি।

আজ সোমবার (২৫ জুলাই) নির্বাচন ভবনে ইসির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় দলটির নেতারা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) আস্থার সংকট রয়েছে, সেটি বর্তমান কমিশনকে উত্তোরন করতে হবে।

ওয়াকার্স পার্টি মনে করে, ইভিএমে কিছুটা সমস্যা আছে। অনেক ভোটারের আঙুলের ছাপ মেলে না। তার ওপর দেশের মানুষ এখনও এতটাও প্রশিক্ষিত নয়। অনেকেই এতে ভোট দিতে চান না। তাই ইভিএমের বিষয়ে ইসিকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত যন্ত্রপাতি ও এ সংশ্লিষ্ট সরঞ্জাম আনতে হবে। যাতে ভোট কারচুপির সুযোগ না থাকে।

সংলাপে ওয়াকার্স পার্টি ধর্মভিত্তিক কোন দলকে প্রার্থী না করা এবং স্বাধীনতা বিরোধীদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App