×

জাতীয়

নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত চায় মুসলিম লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১১:৪৭ এএম

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে ভোটের তিনমাস আগে জাতীয় সংসদ বিলুপ্তি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।

আজ সোমবার (২৫ জুলাই) দলটির মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে এ দাবি জানিয়েছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

লিখিত বক্তবে দলটি বলেছে, সবাই জানে কোনো সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ বিলুপ্ত করে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার ব্যবস্থার নির্বাচন করতে হবে, নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না, এছাড়া কোন প্রার্থী মোট ভোটের ৫১ শতাংশের কম পেলে তাকে নির্বাচিত না ঘোষনা করারও দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।

সিইসি আরও বলেন, আপনাদের অনেকগুলো সুপারিশ রয়েছে। যার মধ্যে রাজনৈতিক ও সাংবিধানিক সুপারিশ গুলো আমরা সরকারের কাছে পাঠিয়ে দেব। আর যেগুলো আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে তা বাস্তবায়নের চেষ্টা করবো। সুষ্ঠু ভোটের জন্য দলগুলোর ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App