শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগের সংবাদ

আমরা মনে-প্রাণে চাই বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হোক: কাদের

পরের সংবাদ

ইসির হাতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এলে সঙ্কট সৃষ্টি হবে: সিইসি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২ , ২:০৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৫, ২০২২ , ২:০৬ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের হাতে যদি স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয় চলে আসে তাহলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। এটা সরকার সংবিধান ও আইন সংশোধন করে দিলেই আমরা আইনত সেগুলো নিতে পারব। আর তা না হলে দিতে চাইলে আমরা নিতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা নির্বাচন কমিশন কোনো মন্ত্রণালয় নয়।

আজ সোমবার (২৫ জুলাই) নির্বাচন ভবনে ওয়াকার্স পার্টির সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন তিনি।

এর আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তরফ থেকে নির্বাচনের তিন মাস আগে থেকে তিন মাস পর পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বরাষ্ট্র, জনপ্রশাসন,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে বলেন। এর প্রতি উত্তরে এমন মন্তব্য করেন সিইসি।

ওয়াকার্স পার্টির অভিযোগের ভিত্তিতে সিইসি বলেন, অন্য কোন দেশ নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে বা কোন দলকে সমর্থন বা ধমক দেবে এটা আমি বিশ্বাস করি না। আর কোন দলকে বিদেশি কোন শক্তি সহায়তা,পরামর্শ দিচ্ছেন তা আমি মনে করি না।

হাবিবুল আউয়াল বলেন, আইনে আমাদের বেশ ক্ষমতা দেয়া আছে অতীতে বোধ হয় তার সম্পূর্ণ প্রয়োগ হয়তো হয়নি। আমরা চেষ্টা করবো আমাদের ক্ষমতার পূর্ণ প্রয়োগের।

তিনি আরও বলেন, আপনারা বলছেন ভোটে ২০ লাখ খরচ হয়, আমার কিন্তু মনে হয় মাঠে ২০ কোটিরও বেশি অনেকে খরচ করে থাকে। এটার নিয়ন্ত্রণ কিভাবে করবেন প্রশ্ন সিইসির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়