×

জাতীয়

ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার ইচ্ছা নেই: রাশেদা সুলতানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:২৯ পিএম

ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার ইচ্ছা নেই: রাশেদা সুলতানা

রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, একটা খারাপ নির্বাচন করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার মোটেই ইচ্ছা নেই আমাদের। তবে সুন্দর নির্বাচন কেবল আমরা চাইলে হবে না, দলগুলোকেও একটু সংশোধনীর মধ্যে আসতে হবে। রবিবার (২৪ জুলাই) নির্বাচন ভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, আমরা এখানে বসছি, সাংবিধানিক পদ্ধতিতে একটা ভালো নির্বাচন করার জন্য। আমাদের কিন্তু মোটেও ইচ্ছা নেই, খারাপ নির্বাচন করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হই। এই চাওয়াটা পূরণ করতে আপনারাও একটু সহায়তা করেন। নির্বাচনে আইন বহির্ভূত ব্যয় নিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, কেন এতো টাকার প্রশ্ন আসবে। কেন এতো টাকা খরচ করতে হবে। তবে টাকা তো লাগবেই এটা তো অস্বীকার করার উপায় নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে টাকার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা কিন্তু তার মধ্যে থাকতে পারছি না। এটা আপনারা একটু চিন্তা করেন, কেন থাকতে পারছি না। সাবেক এ জেলা জজ বলেন, দলগুলোকে কিন্তু একটু সংশোধনীর মধ্যে আসতে হবে, যে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার ভূমিকা সেটা তাদের মাথায় নিতে হবে। আমি বিশ্বাস করি, আপনারা সবাই চাইলে এটা পারেন। সবাই মিলে একটু বসেন। চিন্তা করেন। এ পর্যন্ত যতগুলো দল আসছে সবাই বলছে নির্বাচনী ব্যয়ের কথা, তো আপনারাও একটু নিজেরা বসেন না। ব্যয়টা কমিয়ে আনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App