×

বিনোদন

বাবা হারালেন সঙ্গীতশিল্পী তপু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:৫৩ পিএম

বাবা হারালেন সঙ্গীতশিল্পী তপু

তপু ও তার বাবা রাশেদ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাবা হারালেন সঙ্গীতশিল্পী তপু

বাবাকে হারিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপু। আজ শুক্রবার (২২ জুলাই) ভোর চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্য হয়। তপু নিজেই এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন ভোরে হঠাৎ করেই তার বাবার শারীরিক অবস্থায় অবনতি হয়। এরপর তাৎক্ষণিকভাবে দ্রুত হাসপাতালেও নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

বাংলা গানে একটা সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তপু। বিশেষ করে তরুণ শ্রোতাদের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য। তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘এক পায়ে নুপুর’, ‘একটা গোপন কথা’, ‘বন্ধু ভাবো কি’, ‘মন ভালো নেই’, ‘ভুবন ডাঙার হাসি’।

উল্লেখ্য, তপুর বাবা রাশেদ উদ্দিন আহমেদও একজন সঙ্গীতশিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App