×

আন্তর্জাতিক

তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তি আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০১:৫৬ পিএম

তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তি আজ

তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের শান্তি আলোচনা। ফাইল ছবি

তুরস্কের মধ্যস্থতায় আজ শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দুই দেশই কৃষ্ণসাগরে খাদ্যশস্য রপ্তানিতে সমঝোতায় পৌঁছেছে।

তুরস্কের রাজধানী ইস্তানবুলে দুপক্ষের প্রতিনিধিরা বসবেন। জাতিসংঘের নেতৃত্বাধীন এ বৈঠকে থাকবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তা ছাড়া মধ্যস্থতাকারী তুরস্কের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হবে চুক্তি সই। খবর আল জাজিরার।

দুই দেশের সমঝোতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, শস্য রপ্তানি চুক্তি, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তানবুলে শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের চুক্তি সই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App