×

জাতীয়

টিকা দেয়ায় বাংলাদেশ ১৯তম অবস্থানে: এডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:১১ পিএম

টিকা দেয়ায় বাংলাদেশ ১৯তম অবস্থানে: এডিবি

প্রতীকী ছবি

টিকাদানে এশিয়ায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সংস্থাটির প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্ট’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক ছয় শতাংশ। গত এপ্রিলে পাঁচ দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় সংস্থাটি।

এডিবির প্রতিবেদনে এশিয়া অঞ্চলে টিকাদান পরিস্থিতির পরিসংখ্যান সম্পর্কে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে করোনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ (তৃতীয় বা সর্বশেষ ডোজ) মিলিয়ে টিকা নেয়া মানুষের সংখ্যা এখন প্রায় ৭৪ শতাংশ। এর মধ্যে প্রায় ১৭ শতাংশই নিয়েছেন বুস্টার ডোজ। এছাড়া, ৫৪ শতাংশ নিয়েছেন দ্বিতীয় ডোজ।

সার্বিক হিসাবে টিকা দেয়ায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১৯তম। টিকাদানের এ হার নেপাল, মালদ্বীপ, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার ৪৪ দেশের মধ্যে অন্তত ২২টির চেয়ে কম। তবে ভারত ও পাকিস্তানের থেকে টিকা দেয়ায় এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে গত ডিসেম্বরে এডিবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App