×

জাতীয়

রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের আপত্তির প্রশ্নে রায় আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:০২ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের আপত্তির প্রশ্নে রায় আজ

রোহিঙ্গা জনগোষ্ঠী। ফাইল ছবি

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আপত্তির প্রশ্নে আজ শুক্রবার (২২ জুলাই) রায় দেবেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)।

দ্য হেগের স্থানীয় সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট জোয়ান ডনাহিউয়ের সভাপতিত্বে পূর্ণ আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে। তবে কোভিড স্বাস্থ্যবিধির কারণে মামলার পক্ষ দুটির প্রতিনিধি ছাড়া আদালতে অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না।

এর আগে মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ক্ষমতা দখলের পর ওই মামলার শুনানি প্রশ্নে তাদের প্রাথমিক আপত্তি জানায়। পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি মিয়ানমারের প্রাথমিক আপত্তির ওপর শুনানি শুরু হয় এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন বিষয়টির ওপর আদালত উভয় পক্ষের যুক্তি পাল্টাযুক্তি শোনেন। আদালতের শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী কো কো হ্ল্যাং। তিনি দাবি করেন, গণহত্যার অভিযোগ শুনানির এখতিয়ার আদালতের নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App