×

আন্তর্জাতিক

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হওয়ার পথে দ্রৌপদী মুর্মু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৫:৪৪ পিএম

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হওয়ার পথে দ্রৌপদী মুর্মু
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হওয়ার পথে দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু। ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে ভারত। গোটা দেশের নজর দিল্লির দিকে। অঙ্কের নিরিখে এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে। তবে গণনা শেষে চূড়ান্ত ফল নিশ্চিত হওয়া যাবে। খবর হিন্দুস্তান টাইমসের

দ্রৌপদী জিতলে তিনি দেশের ১৫তম রাষ্ট্রপতি হবেন এবং দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে এই পদে বসবেন। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি।

ভোট গণনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে ভারতীয় স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘জাতি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ১৫ তম রাষ্ট্রপতি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কারও মনে কোনও সন্দেহ নেই। ওড়িশার অতি সাধারণ ঘর থেকে আসা একটি আদিবাসী পরিবারের মেয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App