সুনামগঞ্জে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা

আগের সংবাদ

আবারও বিয়ে করলেন পূর্ণিমা

পরের সংবাদ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২১, ২০২২ , ১০:২৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ২২, ২০২২ , ১২:০৮ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নির্মাণ কাজের কংক্রিট মিক্সার মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক রেল ক্রসিং করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস মেশিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

 

 

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়