×

জাতীয়

ইসির সংলাপে হাজির হয়নি কল্যাণ পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১২:০৭ পিএম

ইসির সংলাপে হাজির হয়নি কল্যাণ পার্টি

বাংলাদেশের কল্যাণ পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ হাজির হয়নি বাংলাদেশের কল্যাণ পার্টি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোনো প্রতিনিধি আসেনি।

এর আগে প্রথম দিন রবিবার (১৭ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগও ইসির সংলাপে হাজির হয়নি। এ নিয়ে দুটি দল এ পর্যন্ত সংলাপ বয়কট করলো।

এ বিষয়ে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম  বলেন, আমরা সংলাপে যাইনি, আমরা যাবো না। তাদের অনুরোধ দাপ্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমরা বলেছি, ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হলো।

কল্যাণ পার্টি বিরোধী রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে, গত রবিবার সংলাপের প্রথম দিনে জোটের আরেক দল বাংলাদেশ মুসলিম লীগও সংলাপে উপস্থিত ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App