সংকট কাটিয়ে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হোক

আগের সংবাদ

জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রতার কৌশল

পরের সংবাদ

কলকাতার যান্ত্রিক ত্রুটি, ৫ ঘণ্টা দেরিতে এলো বিমান

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২ , ৮:০৪ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ১৯, ২০২২ , ৮:৩৩ পূর্বাহ্ণ

ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়া বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ঢাকায় ফিরেছে। বিমানে থাকা যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ জুলাই) রাত একটা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর বিমানটি ঢাকায় অবতরণ করে।

এর আগে, সোমবার স্থানীয় সময় রাত আটটা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমানটি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেটি রানওয়েতে আটকে ছিলো। এ সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন বিমানের ভেতরে থাকা প্রায় ১৮৫ জন যাত্রী।

যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানটিকে রানওয়ের একপাশে রেখে যান্ত্রিক ত্রুটি মেরামতের চেষ্টা করেন সংশ্লিষ্টরা। কিন্তু রাত ১২টা পর্যন্ত সেই ত্রুটি সারাতে পারেননি তারা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়