×

আন্তর্জাতিক

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:৫৬ এএম

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ। ফাইল ছবি

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর আজ সোমবার (১৮ জুলাই) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দ্বীপজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে একটি অস্বাভাবিক গেজেট জারি করা হয়েছে, যা কার্যকর হবে আজ সোমবার থেকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সংবিধানের ধারা ৪০ (১) (সি) অনুযায়ী এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

গেজেটে বলা হয়, জনগণের নিরাপত্তা বজায় রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং মানুষের জরুরি সেবা ও সরবরাহ রক্ষণাবেক্ষণের জন্য শ্রীলঙ্কায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এর মধ্যেই, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে দেশটির পার্লামেন্ট অধিবেশনে আলোচনা হয়েছে। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এক সপ্তাহের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App