×

জাতীয়

দ্বিতীয় দিনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:০৯ এএম

দ্বিতীয় দিনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপ শুরু

সোমবার সকালে বাংলাদেশের ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুর রহমান আউয়াল। ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির সংলাপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ইসলামী ফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন (ইসি)। দলটির চেয়ারম্যান মোহম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে ১০ সদস্যের এক প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে।

আজ সোমবার (১৮ জুলাই) সকাল পৌনে এগারোটার সময় নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এসময় অন্য চার কমিশনার ও ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, জাতীয় নির্বাচন সুষ্টু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধন সব রাজনৈতিক দলের মতামত নিতেই এ সংলাপের আয়োজন করা হয়েছে। আপনারাই হচ্ছেন মাঠের শক্তি। ইসি ইচ্ছে করলে কোন নির্বাচন সুষ্ঠু করতে পারে না, যদি দলগুলো সহযোগিতা না করে। এসময় ওই দলের কাছে তাদের দাবি বা মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App