×

জাতীয়

তলিয়ে গেল নিঝুম দ্বীপ, আশ্রয় খুঁজছে হরিণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৮:৪৭ এএম

তলিয়ে গেল নিঝুম দ্বীপ, আশ্রয় খুঁজছে হরিণ

প্রতীকী ছবি

তলিয়ে গেল নিঝুম দ্বীপ, আশ্রয় খুঁজছে হরিণ

ছবি: সংগৃহীত

পূর্ণিমার প্রভাবে জোয়ার ও মেঘনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন অংশ ও জাতীয় উদ্যান। এতে বনে পর্যাপ্ত উঁচু জায়গা না থাকায় জোয়ারে ভেসে যাচ্ছে পর্যটন সম্ভাবনাময় জাতীয় উদ্যান নিঝুম দ্বীপের প্রধান আকর্ষণ হরিণ। জীবন বাঁচাতে কখনও লোকালয়ে, কখনও বা সাঁতরে অন্য চরে আশ্রয় খুঁজছে এসব বন্যপ্রাণী।

স্থানীয়রা জানান, বন তলিয়ে যাওয়ায় লোকালয়সহ অন্যত্র আশ্রয় নিতে গিয়ে বন্য কুকুর ও শিয়ালের আক্রমণের শিকার হচ্ছে হরিণ। আশ্রয় ও খাদ্যের অভাবে লোকালয়ে গিয়ে ঝুঁকিতে পড়ছে জাতীয় উদ্যানের অন্তত পাঁচ হাজার হরিণ।

এ প্রসঙ্গে রেঞ্জ অফিসার সাইফুর রহমান বলেন, গত ১৪ জুলাই থেকে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ-ছয় ফুট উঁচু জোয়ারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধহীন নিঝুম দ্বীপ তলিয়ে যায়। বন্যার পানিতে মানুষের বসতবাড়ি ও গবাদি পশুর পাশাপাশি জাতীয় উদ্যানের হরিণের আবাসস্থল পানিতে তলিয়ে যায়। এতে সংকটে পড়েছে প্রাণীগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App