×

বিনোদন

হিরো আলম পারে না এমন কিছুই নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১১:৫৯ পিএম

হিরো আলম পারে না এমন কিছুই নেই

হিরো আলম। ফাইল ছবি

হিরো আলম পারে না এমন কিছুই নেই

‘বেসুরো’ কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত গেয়ে এই মুহূর্তে হাসির পাত্রে পরিণত হয়েছেন হিরো আলম। সম্প্রতি প্রকাশিত পদ্মা সেতু নিয়ে তার গাওয়া গানকে ঘিরেও বিদ্রুপ করতে থেমে নেই শ্রোতারা। তার অনুরাগীরাও বেশ ক্ষুব্ধ। কিন্তু যাকে নিয়ে এত কটূক্তি, এত চর্চা, সেই হিরো আলম কিন্তু একেবারেই নিশ্চুপ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিরো আলম পারে না এমন কোনো কিছু নেই।

হিরো আলম মানেই হিট। লাখ লাখ ভিউ আর লাইক। তার গাওয়া আরবি গান এবং উগান্ডা গানও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। শিল্পীর ভাষ্য, গান গাইতে পারে যে কেউ। গান গাওয়ার জন্য কারও অনুমতি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ভালবেসে গান করি। খবর আনন্দবাজার পত্রিকার।

তিনি আরও বলেন, আমাকে এই গান গাইতে বাধ্য করা হয়েছে। আমি দেশের বড় বড় শিল্পীদের কাছে গেছিলাম, আমার ভিডিয়োয় গান গাওয়ার আর্জি নিয়ে। তারা কেউ রাজি হননি। তখনই ভাবলাম, আমি যদি হিরো হতে পারি, তা হলে গানও গাইতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App