×

জাতীয়

পরীক্ষায় অনৈতিক কাজ করলেই পিএসসির কঠোর পদক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৫:৫১ পিএম

এখন থেকে পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অনৈতিক কাজ করলেই কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমনকি, আগামীতে অন্য কোনো পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণার মতো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

রবিবার (১৭ জুলাই) দুপুরে এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে পিএসসি চেয়ারম্যান, পিএসসি সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সদস্য এ সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা জানান।

পিএসসি সূত্র জানায়, পরীক্ষা চলাকালে দেখাদেখি ও এক প্রার্থী আরেক প্রার্থীর সঙ্গে কথা বলার বিষয়টিতে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক সময় প্রার্থীরা পরীক্ষার সময় যে দেখাদেখি ও কথা বলাবলি করে তা বন্ধ করতে চায় পিএসসি। এ জন্য, আজ একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App