ভাঙচুর ও হত্যাচেষ্টা: পরী মণির বিরুদ্ধে নাসিরের মামলার আদেশ কাল

আগের সংবাদ

রুট পারমিটবিহীন ১৩টি বাস ডাম্পিং

পরের সংবাদ

খাসোগির প্রতিনিধিত্বকারী সাবেক মার্কিন আইনজীবী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২ , ১০:৪০ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৭, ২০২২ , ১০:৪০ অপরাহ্ণ

খাসোগির প্রতিনিধিত্বকারী সাবেক মার্কিন আইনজীবীকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার এক কর্মকর্তা।

স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) তিনি বলেন, অসীম গফুর নামে ওই আইনজীবীকে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৪ জুলাই দুবাই বিমানবন্দর দিয়ে ট্রানজিট করার সময় গ্রেপ্তার করা হয়। খবর ইয়ন নিউজ, আল জাজিরার।

২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করে সৌদি হিট স্কোয়াডের সদস্যরা। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সালমান খাগোসিকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সৌদি আরবকে একঘরে করে দেয়া হবে। কিন্তু অতীত ভুলে সেই সৌদি ভূমিতেই সফর করছেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়