×

সারাদেশ

জয়পুরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১১:২১ এএম

জয়পুরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অতিরিক্ত যাত্রীর কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার জয়পুরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সংগৃহীত

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি জয়পুরহাটে লাইনচ্যুত হয়ে যাওয়ায় জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার (১৬ জুলাই) ভোর পাঁচটার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর আউট সিগন্যালের আগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন। তিনি বলেন, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর পৌঁনে পাঁচটার দিকে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। প্রায় পাঁচটার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের আউট সিগন্যালের আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে খুলনা থেকে উদ্ধারকারী দল রওনা দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে, জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে দ্রুত চালু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App