×

সারাদেশ

জয়পুরহাটের রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৪:০৯ পিএম

জয়পুরহাটের রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধের পর দুপুরে স্বাভাবিক হয়েছে। এর আগে ভোরে ঢাকাগামী একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়।

আজ শনিবার (১৬ জুলাই) ছয় ঘণ্টা পর তা আবার স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটির ৯ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে জয়পুরহাটের সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ও সান্তাহারে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পরে দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা। খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App