×

খেলা

আস্থার প্রতিদান দিলেন তাইজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৮:৫১ পিএম

আস্থার প্রতিদান দিলেন তাইজুল

পেসার শরিফুলের পরিবর্তে দলে ফিরে উইন্ডিজের দুই ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান স্পিনার তাইজুল ইসলাম

দলের এক পেসার শরিফুলের পরিবর্তে স্পিনার তাইজুল ইসলামের উপর ভরসা রেখেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সেই ভরসাকে ম্লান হতে দেননি এই বাঁ হাতি স্পিনার। বল হাতে এসে প্রথম বলেই তুলে নিয়েছেন স্বাগতিকদের প্রথম উইকেট। দলীয় ৯ রানের মাথায় তৃতীয় ওভারের প্রথম বলে উদ্বোধনী ব্যাটার ব্র্যান্ডন কিংকে সরাসরি বোল্ড করেন তাইজুল। নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার শাই হোপকে ফিরিয়েছেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মোস্তাফিজের কাটারে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শামার ব্রুকস। এই রিপোর্ট লিখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ১৬ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছেন লাল সবুজের প্রতিনিধিরা। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লা রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: শাই হোপ, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, কেসি কের্টি, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমার পল, আকিল হোসেন, গুদাকেশ মতি ও আলজারি জোসেফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App