×

জাতীয়

অবশেষে নড়াইল নিয়ে মুখ খুললেন মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৮:২৮ পিএম

অবশেষে নড়াইল নিয়ে মুখ খুললেন মাশরাফি
অবশেষে নড়াইল নিয়ে মুখ খুললেন মাশরাফি

অবশেষে নড়াইলের সাম্প্রদায়িক হামলা নিয়ে মুখ খুললেন এ এলাকার সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা।

গত ১৮ জুন ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও এক শিক্ষার্থীকে গলায় জুতার মালা দিয়ে হেনস্তার ঘটনা ঘটে। নিজের নির্বাচনী এলাকার এমন দুঃখজনক ও অসহিষ্ণুতার এ ঘটনায় এতোদিন চুপ ছিলেন এই সংসদ সদস্য। অধ্যক্ষ হেনস্তার মাসও পার হয়নি। এরই মধ্যে গত শুক্রবার আবার নড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঘটল। এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের নিচে ধর্ম নিয়ে বির্তকিত মন্তব্যের অভিযোগ তুলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়েও  বেশকিছুটা  সময় নীরব ছিলেন মাশরাফি বিন মূর্তজা।

অবশেষে শনিবার (১৬ জুলাই) দুপুরে এই দুই ঘটনায় মুখ খুলেছেন ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। এদিন তাঁর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মাশরাফি নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘গতকাল আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে।’

মাশরাফি বলেছেন, ‘ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

দীর্ঘ এ পোস্টে তিনি শুক্রবারের ঘটনার পর সবার সহনশীল আচরণ প্রত্যাশা করেছেন। মাশরাফি তাঁর পোস্টে লিখেছেন, ‘সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে একনিমেষে ম্লান করে দেবেন না।’

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App