×

মুক্তচিন্তা

ভোকেশনাল সহকারীদের প্রশিক্ষণ জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৬:১৩ এএম

এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৩ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানে ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের ৩০১টি প্রতিষ্ঠানে কর্মরত ল্যাব সহকারী/শপ সহকারী/কম্পিউটার ল্যাব সহকারীদের পেশাগত কোনো প্রশিক্ষণের সুযোগ নেই। এছাড়া সরকারি প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ২টি করে ভোকেশনাল ট্রেড চালু করা হয়েছে, সেখানে প্রতিটি ট্রেডে ১ জন করে ট্রেড সহকারীর পদ রয়েছে। নিয়োগ বিধিমালায় যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল বা সমমান উল্লেখ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল বা সমমান পাস শিক্ষার্থী পাওয়া দুরূহ ব্যাপার, তাই সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনালসহ ১ বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং এডুকেশন কোর্স সম্পন্নকারীদের নিয়োগের ব্যবস্থা করলে দক্ষ ট্রেড সহকারী/ল্যাব সহকারী/শপ সহকারী/কম্পিউটার ল্যাব সহকারীর অভাব দূর করা সম্ভব। কোর্সটিকে শর্টকোর্সের আওতায় এনে বেসরকারি প্রতিষ্ঠানে চালুর জন্য উন্মুক্ত করা প্রয়োজন। এ শিক্ষাক্রম বাস্তÍবায়নে সহকারীদের পেশাগত দক্ষতার মান বৃদ্ধি পাবে। দক্ষতা বাড়ানোর জন্য আচরণগত ব্যবস্থাপনা, ট্রেড বিষয়ে শিক্ষাদান পদ্ধতি, অনুশীলনী পাঠদান, শিক্ষা ব্যবস্থাপনা, মূল্যায়ন কৌশল, কলকারখানায় অ্যাটাচমেন্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দান জরুরি। এছাড়া অতিদ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে ওয়াকিবহালকরণের জন্য সহকারীবৃন্দকে জ্ঞানে, দক্ষতায় ও দৃষ্টিভঙ্গি গড়নে উন্নত প্রশিক্ষণ দিতে হবে। বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৮টি ট্রেড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে- আটো-ডিজেল, বৈদ্যুতিক, খামার যন্ত্রপাতি, যন্ত্রনির্মাতা, রেডিও টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ ও শীতলীকরণ, ওয়েল্ডিং ও ছুতারের কাজ (কার্পেন্ট্রি)। টেক্সটাইল, কম্পিউটার, কৃষিবিষয়ক ট্রেডসহ অন্য গুরুত্বপূর্ণ ট্রেডগুলো চালু করা প্রয়োজন। ডিপ্লোমা-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং এডুকেশন কোর্সটি উচ্চতর শিক্ষক প্রশিক্ষণ কোর্স, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে। কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে আচরণগত ব্যবস্থাপনা, ট্রেন্ড এন্ড ইস্যু এবং সমস্যা সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। ১. ভোকেশনাল টিচার্স ট্রেনিংয়ের অন্যতম একটি উদ্দেশ্য হলো সমকালীন কিছু সমস্যা সম্পর্কে গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এর সমাধানের উপায় খুঁজে বের করা। ২. সমকালীন জীবনের চাহিদা পূরণে লক্ষ্যে সহকারীবৃন্দকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে বিষয় জ্ঞান, শিক্ষাদান কৌশল, পেশাগত দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক প্রবণতা বৃদ্ধি করা। ৩. এই কোর্সের মাধ্যমে ভোকেশনালের ট্রেড বিষয়ে জ্ঞানদান ও দক্ষ করে তোলা। এসএসসি পাসকৃত সর্টিফিকেট-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং এডুকেশন সনদপ্রাপ্তরা এই কোর্সে ভর্তি হতে পারেন। বর্তমানে ২ বছর মেয়াদি এইচএসসি ভোকেশনাল কোর্স চালু হওয়ায় কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসকৃত ল্যাব সহকারী/শপ সহকারী/কম্পিউটার ল্যাব সহকারী/ট্রেড সহকারী। উল্লেখ্য, এই কোর্সটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্রাফট ইন্সট্রাক্টরদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব সহকারী/শপ সহকারী/কম্পিউটার ল্যাব সহকারী/ট্রেড সহকারীদের ইনকোর্স প্রশিক্ষণ হিসেবে গণ্য করতে হবে। কোর্সটি চালুর জন্য প্রতিটি বিভাগে একটি করে ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে কোর্সটিকে শর্টকোর্সের আওতায় এনে বেসরকারি প্রতিষ্ঠানে চালুর জন্য উন্মুক্ত করা প্রয়োজন। উঠড়পঊফ কোর্স এক বছর মেয়াদি, যা ৬ মাস করে দুটি পর্বে বিভক্ত। সার্টিফিকেট-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং এডুকেশন ও ডিপ্লোমা-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং এডুকেশন কোর্স দুটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হলে ভোকেশনাল শিক্ষা খাতে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে। রিপন কুমার দাস ট্রেড ইন্সট্রাক্টর ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App