×

আন্তর্জাতিক

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:৩৫ এএম

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

প্রতীকী ছবি

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বৃহস্পতিবার ওই রোগীকে শনাক্ত করা হয়। এ খবর নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

কেরালার একটি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়েছে। ভারতে প্রথমবারের মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়া প্রসঙ্গে কেরালা রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে তিনদিন আগে কেরালায় এসেছেন। তার মাঙ্কিপক্সের উপসর্গ ছিল। খবর এনডিটিভির।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জানুয়ারিতে কেরালা রাজ্যেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App