×

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই, হবে শিফট পদ্ধতিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৭:৫২ পিএম

আগামী ৩১ জুলাই শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।  চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। এবারও ভর্তি পরীক্ষা হবে শিফট পদ্ধতিতে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, 'ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি শিগগির দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।'

এবার ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি রাখা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ডেপুটি রেজিস্ট্রার বলেন, 'এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App