×

বিনোদন

এবার ‘অ্যাম্বুলেন্স গার্ল’ চরিত্রে মেহজাবীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:৩৮ এএম

এবার ‘অ্যাম্বুলেন্স গার্ল’ চরিত্রে মেহজাবীন
এবার ‘অ্যাম্বুলেন্স গার্ল’ চরিত্রে মেহজাবীন

‘অ্যাম্বুলেন্স গার্ল’ মেহজাবীন

বাবা অ্যাম্বুলেন্স চালক। মানবসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। অথচ নিজের মৃত্যুর সময় একটা অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি। এই দুঃখ ভুলতে পারেননি মেয়ে নুসরাত। তাই একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের চাকরি নেয় সে। এভাবেই এগিয়ে যায় ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নামে ঈদের ব্যতিক্রমধর্মী বিশেষ নাটকের কাহিনী।

মেয়ে নুসরাতের ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আর নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

নির্মাতা ইমন জানান, নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নুসরাত প্রতিনিয়ত চারপাশের সাথে যুদ্ধ করে যায়। কারণ সে একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চায়। এমনই এক মানবিক বার্তা তুলে ধরার চেষ্টা ছিলো এই নাটকে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। মেহজাবীন ছাড়া এই নাটকে অভিনয়ে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটির জন্য তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘নতুন একটা স্বপ্ন’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। কণ্ঠ দিয়েছেন নুসরাত প্রান্তি।

ঈদের চতুর্থ দিন আগামীকাল বুধবার (১৩ জুলাই) রাত আটটা থেকে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App