গোটাবায়াকে আশ্রয় দেয়ায় মালদ্বীপে বিক্ষোভ

আগের সংবাদ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

পরের সংবাদ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২ , ২:১৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৩, ২০২২ , ৩:১৩ অপরাহ্ণ

রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার।

স্পিকার বলেন, সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেয়া হয়েছে মর্মে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন তাকে। খবর বিবিসির।

যদিও রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণার বিষয়ে মুখ খোলেননি গোটাবায়া। এমনকি সম্প্রতি গোটাবায়া যেসব ঘোষণা দিচ্ছেন তার সবগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা স্পিকারের মাধ্যমে আসছে।

এর আগে বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতে সামরিক বিমানে করে দেশত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগপত্রে সই করেন তিনি। তার দেশত্যাগের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়