×

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:৩৮ পিএম

বিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়

বুধবার বিক্ষোভকারীরা দখলে নিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এখন বিক্ষোভকারীদের দখলে। দেশটির গণমাধ্যম কলম্বো পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ার আগে বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করছেন। এর আগে তারা ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ানো পর্যন্ত তারা বিক্ষোভ থামাবেন না।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজই (বুধবার) তার আনুষ্ঠানিক পদত্যাগের চিঠি দেবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App