×

আন্তর্জাতিক

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১২:০৫ পিএম

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

চুক্তি বাতিল করায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টুইটার। বুধবার (১৩ জুলাই) এ মামলা দায়ের করে প্ল্যাটফর্মটি।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে গত শুক্রবার নিজের সেই প্রস্তাবিত মূল্যে টুইটার কেনার প্রস্তাব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপরই ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করে টুইটার। খবর বিবিসির।

মূলত ইলন মাস্ককে টুইটার প্ল্যাটফর্ম কিনতে বাধ্য করতেই এ মামলা করা হয়ে। এর মধ্য দিয়েই ইলন মাস্কের সঙ্গে সামাজিক যোগাযোগের এ মাধ্যমের আইনি লড়াই শুরু হয়ে গেল। এর আগে টুইটার কেনার প্রস্তাব থেকে সরে আসার সময় ইলন মাস্কও টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App