×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন এখন বিক্ষোভকারীদের রসুইঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৯:২৪ এএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন এখন বিক্ষোভকারীদের রসুইঘর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের রান্না করতে দেখা যায়। ছবি: সংগৃহীত

# পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা এলে বিক্ষোভকারীরা চলে যাবেন # শ্রীলঙ্কার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা খেলাধুলা ও ঘোরাঘুরি করছেন # গোটাবায়ার বাসভবনে মিলেছে কয়েক লাখ শ্রীলঙ্কান রুপি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের ঘোষণা দেয়ার পর এখন দেশটির সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’ দখলে নিয়েছেন বিক্ষোভকারীরা। ওই বাসভবন এখন বিক্ষোভকারীদের রসুই ঘর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই বাসভবন ছাড়বেন না।

এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি এখন কোথায় অবস্থান করছেন সেটি এখনও জানা যায়নি। খবর এএফপির।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ধারণ করা ভিডিওতে বিক্ষোভকারীদের কেরাম খেলতে ও ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এদিকে, গোটাবায়া রাজাপাকসের বাসভবনে মিলেছে কয়েক লাখ শ্রীলঙ্কান রুপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাদের এসব রুপি গুনতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App