×

আন্তর্জাতিক

জাপানে সংসদের উচ্চকক্ষে আবের দলের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৭:১৮ পিএম

জাপান সংসদের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে। খবর এএনআই

উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

নির্বাচনের দুদিন আগে দেশটির নারা শহরে নির্বাচনী প্রচাররে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিনজো আবে।

ফল প্রকাশের পর গতকাল রবিবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনিসহ দলটির নেতারা কালো ব্যাচ ও টাই পরে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়ার আবের স্মরণে নীরবতাও পালন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার ঘটনায় নির্বাচন হুমকির মুখে পড়েছিল। নির্বাচন গণতন্ত্রের মূলভিত্তি। যেকোনো মূল্যে নির্বাচন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।

এই নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ফুমিও কিশিদা ও তাঁর দল। এতে জয়লাভ করার কারণে তাঁকে আগামী তিন বছর আর নির্বাচন করতে হবে না। ফলে নিজের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন সহজ হয়ে গেল কিশিদার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App