×

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১১:৫৩ এএম

পাকিস্তানে বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু

পাকিস্তানে টানা বর্ষণের কারণে খাইবারপাখতুন খাওয়া ও করাচিতে বন্যা দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানে টানা বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য অবহিত করেছেন দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ লাংগোভ।

জিয়াউল্লাহ বলেন, টানা বর্ষণে প্রদেশের আটটি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি-বন্যায় বাড়িঘর ধসে কয়েকশ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে; বৃষ্টি এখনও হচ্ছে, বলেছেন তিনি। খবর রয়টার্স, হিন্দুস্তান টাইমসের।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভবন ধসে ছয় বছর বয়সী এক শিশুসহ দুজনের মারা যায় এবং চারজন আহত হয়। এছাড়া, সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির বিশাল অংশও জলমগ্ন হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App