বাংলাদেশের পিছু ছাড়ছে না বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডের শুরুতেও প্রকৃতির বাধায় শুরু করা যাচ্ছে না খেলা। পিছিয়ে গেছে প্রথম ওয়ানডের টস।
গায়ানার জর্জটাউনে প্রভিডেন্স পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরুর কথা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই অনুযায়ী টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়।
কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। এখন বৃষ্টি রা থাকলেও আগের বৃষ্টির কারণে মাঠ এখনও খেলার উপযুক্ত নয়। তাই ৭টা বাজে টস হয়নি।
মাঠের সবশেষ অবস্থা দেখার জন্য পিচ ও আউটফিল্ড পরিদর্শনে নেমেছেন আম্পায়াররা। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে টসের নতুন সময়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।