×

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে একদিন আগে ঈদ উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ১১:৩৬ এএম

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে একদিন আগে ঈদ উদযাপন

ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা।

আজ শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটায় দিনাজপুর চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সম্পন্ন হয়। এতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি নারীরাও জামাতের সঙ্গে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন বিরল উপজেলার ফ্যামেলি কেয়ার মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্র জানায়, এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পেছন ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে। এছাড়া, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ ও বিরল উপজেলার বালাদার গ্রামে আগাম ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে দিনাজপুরে মুসলিমদের একটি অংশ একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App