×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ১১:৩৫ পিএম

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে শনিবার রাতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার (৯ জুলাই) রাতে  এ ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে আগুন দিয়েছেন।খবর রয়টার্সের। ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই। এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরপর এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে দলীয় নেতাদের জানিয়েছেন। তিনি একটি সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণের পথ তৈরি করতে আগ্রহী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App