×

সারাদেশ

চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০১:৩৭ পিএম

চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

শনিবার চাঁদপুরে ঈদুল আজহার নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ শনিবার (৯ জুলাই) উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। সকাল নয়টায় সাদ্রা সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে প্রধান ঈদের জামাত সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু ইসহাকের নাতি মাওলানা আরিফ চৌধুরী।

চাঁদপুরে এই রীতি চলে আসছে ১৯২০ সাল থেকে। মরহুম মাওলানা ইসহাক সাহেব হানাফী মাযহাবের অনুসারে সারা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালনের বিধান আছে। সে অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় উৎসবগুলো যেমন ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং পবিত্র মাহে রমজানের রোজাসহ যাবতীয় ইসলামিক দিনগুলো পালন করে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার ইয়াওমে আরাফা অর্থাৎ পবিত্র হজের দিন হওয়ায় আজ শনিবার পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করেছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App