×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০২:২২ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীরা

কারফিউয়ের মধ্যেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

কারফিউয়ের মধ্যেও শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় নিজ বাসভবন থেকে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

আজ শনিবার (৯ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছিল।

আরও পড়ুন : বিক্ষোভকারীদের দমনে কলম্বোয় কারফিউ জারি

এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীন জ্বালানি সংকটের কারণে ফুঁসে ওঠে দেশটির মানুষ।

শুক্রবার কারফিউ জারির পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করেছিল শ্রীলঙ্কার প্রশাসন। কিন্তু কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App